আল-মামুন, খাগড়াছড়ি:: সপ্তম ধাপের পানছড়ি উপজেলার ৫টি ইউপির মধ্যে তিনটিতে স্বতন্ত্র, একটিতে নৌকা জয় লাভ করেছে ও বাকী এক ইউপির ফলাফল স্থগিত ঘোষনা করা হয়েছে। উপজেলা নির্বাচনী সূত্র জানায়, ১নং লোগাং ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয় কুমার চাকমা (অটোরিক্সা) প্রতীকে ৩৯০২ ভোটে পেয়ে,২নং চেংগী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা (মোটর সাইকেল) প্রতীকে ১৪৬০ ভোট পেয়ে, ৪নং লতিবান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ভুমিধর রোয়াজা (চশমা) প্রতীক নিয়ে ২৭১২ ভোট পেয়ে, ৫নং উল্টাছড়ি ইউপির মো:.আহির উদ্দিন (নৌকা) প্রতীক নিয়ে ৪৩০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়।
সোমবার (৭ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে উপজেলার লোগাং, চেঙ্গী, লতিবান ও উল্টাছড়ি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩নং পানছড়ি ইউপি পাইলট ফার্ম ও বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটিতে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে স্থগিত করা হয় ভোটগ্রহণ। ৩নং পানছড়ি ইউপির ১০টি কেন্দ্রের ৮টির ভোটগ্রহণ শেষে আনারস প্রতীক নিয়ে উচিত মনি চাকমা ৫৬৪৩ ভোট ও নৌকা প্রতীকে মো. নাজির হোসেন ৪৪১৯ ভোট পেয়েছেন। স্থগিত কেন্দ্রে দুটিতে রয়েছে ৪৬২৮ ভোট।
এদিকে- খাগড়াছড়ি জেলা সদরে এক কেন্দ্রে স্থগিত নির্বাচনে বিজয় লাভ করেছে নৌকার প্রার্থী। ৭ম ধাপের নির্বাচনের দিনে একই সাথে ৩নং গোলাবাড়ি ইউপির বগরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে নৌকার প্রার্থী উল্লাস ত্রিপুরা স্থগিত কেন্দ্রে ৬১৭ ভোট পেয়ে জয় লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্যাউচিং মারমা পেয়েছে ৫১ ভোট।