নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রবিবার ৩০ জানুয়ারি ২০২২ সকাল ১১ টায় এক আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার সভাপত্বি করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনর্চাজ এর প্রতিনিধি সাব ইন্সেপেক্টর আল-আমিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার হাসিনা বেগম, গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা-র্কমচারী, জনপ্রতিনিধিরা এতে অংশ নেয়।