নিজস্ব প্রতিবেদক:: মুজিববর্ষে জাতীয় শিক্ষক দিবস ২০২২, বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক ও গণমাধ্যমের ভূমিকা র্শীষক আলোচনা সভা ও গুনীজনদের সংবধর্ণা তালিকায় সাংবাদিকতায় স্বীকৃতি স্বরুপ খাগড়াছড়ির গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম কে “সাউথ এশিয়া গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২” প্রদানে মনোনীত করেছেন।
সাউথ এশিয়া সোস্যল এডুকেশন ফাউন্ডেশন এর উদ্যোগে আগামী ২৯ জানুয়ারি ২০২২ শনিবার বিকাল ৪টায়, নিউ চিংড়ি চাইনিজ রেষ্টুরেন্ট, কাটাবন মোড়, ঢাকায়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিচারপতি মীর হাসমত আলী, মাননীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রিমকোর্ট। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, অধ্যাপক ড. মো” শহীদুর রশীদ ভূঁইয়া, মাননীয় উপাচার্য, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পীরজাদা শীদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রনালয়, ড. আব্দুল হাই সিদ্দিক, হেড অব নিউজ, বাংলা ভিশন ও সাবেক মহা-পরিচালক, পিআইবি।
গুনীজনদের সংবধর্ণা তালিকায় সাংবাদিকতায় স্বীকৃতি স্বরুপ খাগড়াছড়ির গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম কে “সাউথ এশিয়া গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২” প্রদানে মনোনীত করেছেন।
সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন পরিচালনা কমিটির মহা-সচিব মো: আর কে রিপন ও সাংগঠনিক সম্পাদক এ্যাড হাসান আলম সুমন দেশের বিভিন্ন জেলার গুণীজনদের সংবধর্ণা অনুষ্ঠানের আয়োজন সংক্রান্ত বিষয়ে এক লিখিত পত্রে এই তথ্যে জানিয়েছেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় ও আর্ন্তজাতিক দিবস পালনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করে, এছাড়াও ঢাকাতে দুটি পথকলি স্কুল পরিচালনা করছেন।