নুরুল আলম: সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিবাধে আলেম ওলামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইমাম সম্মেলন অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় ইসলামীক ফাইন্ডেশন এর অস্থায়ী কার্যলয়ে অনুষ্টিত হয়। ইসলামিক ফাইন্ডেশন (ইফা) রাজস্থলী উপজেলা শাখা এই ইমাম সম্মেলনের আয়োজন করেন। রাজস্থলী উপজেলা ফিল্ড সুপারভাইজার আলী আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি প্রতিনিধি, ইদ্রিস মিয়া, রাজস্থলী বাজার জামে মসজিদ এর পেশ ইমাম মৌলনা নুরুল হক, আকবার আলীর সঞ্চালনায় সম্মেলনে রাজস্থলী উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম এবং ইসলামিক ফাইন্ডেশন পরিচালিত স্কুল সমূহের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে আলেম ওলামাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ইসলাম একটি শান্তির ধর্ম, প্রতিটি মসজিদে ইমামগণ সন্ত্রাস, জঙ্গীবাদ এবং ইসলামের শান্তির বানী যেন সকলের মাঝে বিলিয়ে দেন সেই আহ্বান জানানো হয়।