নুরুল আলম: খাগড়াছড়ির গুইমারা বাজারপাড়া দাখিল মাদ্রাসার সংলগ্ন এলাকায় রীনা বড়ুয়া (৬০) নামে এক মহিলা গলায় ফাঁশ দেওয়া অবস্থায় মৃত লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা।
মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটের দিকে ভাড়া বাড়ির নিজ ঘরে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়ে প্রতিবেশীরা গুইমারা থানায় খবর দেয়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত রীনা বড়ুয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানাযায়, নিহত রিনা বড়ুয়া গৃহকর্মী হিসাবে জীবিকা নির্বাহ করতেন। মৃত রিনা বড়ুয়া গত ৯ মাস পূর্বে গুইমারা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকার সাগর দাস (৪৫) পিতা-রমেশ দাস এর বাসায় ভাঁড়া থাকতেন বলে।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, বুধবার ২৬ জানুয়ারি রীনা বড়ুয়া লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের আত্মিয়স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে এবং ময়নাতদন্তের রির্পোর এর উপর ভিত্তি করে ঘটনার তদন্ত করা হবে।