নিজস্ব প্রতিবেদক:: হতাহত না হলেও ভাগ্যক্রমে একটুর জন্য স্কুল শিক্ষার্থীরা বেঁচে গেছেন। মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কের রাঙ্গাপানিতে নিয়ন্ত্রণ হাড়িয়ে ট্রাক দূর্ঘটনা ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় জুট বোঝাই ট্রাক নং (সিলেট ড- ১১-০১৫৭) লক্ষ্মীছড়ি যাওয়ার পথে মানিকছড়ির রাঙ্গাপানি চহ্লাপ্রু কার্বারী পাড়া স্কুল সংলগ্ন পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পিছনের দিকে এসে জমিনে পড়ে যায়। এতে কেউই হতাহত হয়নি। চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ সময় পাশের স্কুল শিক্ষার্থীরা ধীরে ধীরে স্কুলমূখী হচ্ছিল। ভাগ্যক্রমে এসব শিক্ষার্থীরা বেঁচে গেছেন। চহ্লাপ্রু কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইমন ত্রিপুরা জানান, স্কুল সংলগ্ন সড়কে মাঝারী রাঁস্তা উঠতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। পরে পিছনে জমিনে এসে পড়লেও কোন হতাহত হয়নি। ভাগ্যক্রমে আমার শিক্ষার্থীরা বেঁচে গেছেন। ১০টার পর গাড়ীর লোকজন ট্রাক তুলতে সক্ষম হয়েছেন।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত ঘটনার সত্যতা স্বীকার করে মানিকছড়ি থানার অফিসার ইনর্চাজ মো: শাহনূর আলম।