শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কা: বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদুংপাড়া এলাকায় নিয়ন্ত্রণহীন সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে গাছের ধাক্কায় মৃত্যু হয়েছে বাবা ও ছেলের। বুধবার (১৯ জানুয়ারি) খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের বুদংপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার আরো দু’জন। নিহতরা হচ্ছে, মানিকছড়ি উপজেলার গোদারপাড় এলাকায় জীবন চন্দ্র মজুমদার (৪৮) ও তার ছেলে অর্নব মজুমদার রাজদ্বীপ (১২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৪ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দু’জন। এ ঘটনায় পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার জনান, খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে। পরে পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আহত ও নিহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!