নুুরুল আলম:: খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় ফসলী জমি থেকে মাটি কাটার মহাৎসব চলছে। স্থানীয় প্রশাসন জেল-জরিমানা করেও থামানো যাচ্ছে না এই অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের কাজ। গুইমারা, রামগড়, মানিকছড়ি, পানছড়ি সহ বিভিন্ন স্থানে গত ১সপ্তহে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মাটিরাঙ্গায় ওয়াছু এলাকায় অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করার দায়ে নেপাল ত্রিপুরা নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মাটি পরিবহনের কাজে নিয়োজিত ৪টি ট্রাক্টর জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওয়াছু এলাকায় অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।
গুইমারায় ফসলী জমি থেকে ভোল্ডেজার দিয়ে মাটি কাটার অপরাধে প্রথম ৫০ হাজার টাকা জরিমানা করার পর আবারো একই স্থানে মাটি কাটার অপরাধে নিরাপত্তা বাহিনী ৩টি গাড়ি আটক করে থানায় হস্তান্তর করে।
অভিযানকালে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ৪(গ) এর বিধান লঙ্ঘন করেছে এবং একই আইনের ১৫ (১) দারায় বিধানে কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে এই জরিমানা করা হয়।
অন্যদিকে, মানিকছড়িতে কৃষি জমি থেকে সাদা বালু উত্তোলনের দায়ে মো: ইউনুছ মিয়া, পিতা-আব্দুর রহিম, সাং ডেপুয়াপাড়াকে অবৈধভাবে কৃষি জমি থেকে সাদা বালু তোলার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করেছে সাবেক উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।
বিষয়ের সত্যতা নিশ্চিত করে গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।