নুরুল আলম:: সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা হাফছড়ি ইউনিয়নের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে। এসময় মোট ১ হাজার ১শত ২৮জন শিক্ষার্থী টিকা গ্রহন করেন।
সোমবার (১০ জানুয়ারী) সকাল ১০ টা থেকে গুইমারা উপজেলা পরিষদ কার্যালয়ে হাফছড়ি ইউনিয়নের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের টিকা প্রদান শুরু হয়। এসময় টিকাদান কর্মসূচী উদ্ভোদন করেন, গুইমারা উপজেলা নিবার্হী অফিসার তুষার আহম্মেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীসেন, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেনসহ রামগড় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
জানাযায়, গুইমারা উপজেলা হাফছড়ি ইউনিয়নের ৭টি প্রতিষ্ঠান যথাক্রমে গুইমারা সরকারি কলেজ, শহিদ লেঃ মুসফিক উচ্চ বিদ্যালয়, হাফছড়ি উচ্চ বিদ্যালয়, বড়তলী উচ্চ বিদ্যালয়, বড়পিলাক উচ্চ বিদ্যালয়, হাতিমুড়া উচ্চ বিদ্যালয় ও প্লাকশে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় মোট শিক্ষার্থী ছিলো ১হাজার ১শত ২৮জন এর মধ্যে ছাত্র ৫শত ১১জন এবং ছাত্রী ৬শত ১৭ জন টিকা গ্রহন করেন। সকাল ১০ টা থেকে টিকা গ্রহন কার্যক্রম শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হয়। আরো জানাযায়, গুইমারা উপজেলা সদর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান গুলো টিকা প্রদান হবে ১২ জানুয়ারী বুধবার।