নুরুল আলম:: দেশের অন্যান্য অঞ্চলের মতো পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অকুতোভয় প্রত্যেক সদস্য শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে। মহামারীর এ সময়ে প্রশিক্ষিত অন্যান্য সম্মূখ সারির যোদ্ধাদের সাথে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মো: শাহবুদ্দিন।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি শিশু একাডেমী হল রুমে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান সহ আনসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আনসার ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।