নুরুল আলম:: মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ পদোন্নতিতে বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন তিনটহরী ও বড়ডলু উচ্চ বিদ্যালয়। এছাড়া বড়ডলু বিদ্যালয়ের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো: মাঈন উদ্দীনকে বরণ করা হয়েছে অনুষ্ঠানে।
বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনটহরী উচ্চ বিদ্যালয়ে এবং সাড়ে ১২টায় বড়ডলু উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান প্রধান মো: আতিউল ইসলাম ও মো: বশির আহম্মদ। অনুষ্ঠানে বিদায়ী অতিথি উপজেলা নিবার্হী অফিসার তামান্না মাহমুদ এর পাশাপাশি অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য এম এ জব্বার মো: মাঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, ভাইস চেয়ারম্যান মো: তাজুল ইসলাম বাবুল ও মিসেস আতিউল ইসলাম প্রমূখ।
বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ ও বড়ডলু উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মাঈন উদ্দীনকে ফুলের শুভেচ্ছা বরণ ও বিদায় জানান শিক্ষক ও শিক্ষার্থীরা