শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়িতে ৩০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি সামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে ৩০ ডিসেম্বর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে। মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত খাগড়াছড়িতে বিএনপির মহাসমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্ব করবেন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। থাকবেন অধ্যাপক জয়নাল আবেদীনসহ আরো অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দলের নেতাকর্মীরা অন্তত ৪০টি দলে বিভক্ত হয়ে শহর থেকে গ্রামে গ্রামে লিফলেট ও সমাবেশ সাফল্যমন্ডিত করার লক্ষ্যে কাজ করছে। শান্তিপূর্ণ সমাবেশে প্রশাসনিক সহযোগিতা প্রত্যাশা করছে দলীয় নেতাকর্মীরা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!