শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়িতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক আলোচনা

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: ‍যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা স্লোগানকে খাগড়াছড়িতে স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন, খাগড়াছড়ি শাখার আয়োজনে খাগড়াছড়ি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটে শনিবার (১৮ডিসেম্বর২০২১) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক আলোচনা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মো জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহবায়ক মো শাহাদাৎ হোসেন কায়েশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিট কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এড. মো জসিম উদ্দিন মজুমদার। খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মনির আহমেদ।

৫নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মো আব্দুল মজিদ। ৬নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সভাপতি শরিফ ভূইয়া। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন এর কার্যকরী কমিটির সভাপতি মাহমুদুল হাসান দোলন। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন গাইবান্ধা/খাগড়াছড়ি প্রতিনিধি মো মোখলেছুর রহমান । স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার সমন্বয়ক মো নজরুল ইসলাম মাসুদ সহ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন এর কেন্দ্রীয় ও খাগড়াছড়ি জেলা শাখার স্বেচ্ছাসেবকবৃন্দ ও স্থাণীয় জনসাধারন।

মাহমুদুল হাসান দোলনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সচেতনমূলক আলোচনা কর্মসূচির ১ম ধাপের অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্বেচ্ছাসেবীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি খাগড়াছড়ি জেলায় স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন এর এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবী কাজে অবদান রাখতে আরও কর্মসূচী আয়োজন করার উৎসাহ প্রদান করার পাশাপাশি আগামীতে সকল কর্মসূচীতে সাথে থাকার প্রতিশ্রুতি দেন।

সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় সমাজসেবী সহ অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করার মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি হয়। ২য় ধাপে প্রায় পাঁচ শতাধিক জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার মধ্য দিয়ে পুরো আয়োজনটির সমাপ্ত হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!