আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির মহিলা কলেজ রোডে রাজ্যমনিপাড়া জয়া নার্সারী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক কার্বারীকে গাঁজাসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০বীর খাগড়াছড়ি সদর সেনা জোন।
জানা যায়, শুক্রবার রাতে গোয়েন্দা তৎপরতায় বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা (মাদকদ্রব্য) উদ্ধার ও সাথে থাকা মোবাইলসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার ২ কেজির আনুমানিক মূল্য ২৪০০০ টাকা বলে জানান সূত্রটি।
সূক্র জানায়, গাঁজা আমদানি কারক ব্যক্তি- মো. সাগর (৩০) মাগুরার মাগুরা নান্দুয়ালীর ও টোকন (৩৫) মাগুরা শিমুলিয়া গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘ দিন যাবত গাঁজার ব্যবসায়ে জড়িত। আটককৃতদের থানায় সোর্পদ করা হয়েছে।
এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক বিরোধী কর্মকান্ডে জড়িতরা দেশ ও সমাজ ও যুব সমাজ ধ্বংসের প্রধান শক্রু উল্লেখ করে মাদকের সাথে জড়িতদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না জানানো হয়।