শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

নুরুল আলম:: আসন্ন খাগড়াছড়ির ৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে উৎসব আমেজে মনোনয়নপত্র দাখিল করেছে নৌকার মাঝিরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ২০২১) সকালের জেলা শহরের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র জমা দেন খাগড়াছড়ির ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্ব-স্ব রির্টানিং অফিসারদের হাতে।

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন দলীয় কার্যালয়ে হাতে তুলে দেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা,সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশসহ দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে মনোনয়ন আনুষ্ঠানিক ভাবে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসে উৎসব মুখোর পরিবেশে জমা দেন নেতাকর্মীসহ নৌকার চেয়ারম্যান প্রার্থীরা।

এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী খাগড়াছড়ি সদর ইউপিতে জ্ঞান দত্ত ত্রিপুরা,ভাইবোনছড়ায় পরিমল ত্রিপুরা,পেরাছড়া তপন বিকাশ ত্রিপুরা,কমলছড়িতে সাউপ্রু মার্মা,গোলাবাড়ীতে উল্লাস ত্রিপুরা নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় নেতাকর্মী কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন জমা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ৯ ডিসেম্বর ২০২১ (বৃহস্পতিবার) মনোনয়নপত্র দাখিল, ১২ ডিসেম্বর (রবিবার) বাছাই, ১৯ ডিসেম্বর (রবিবার) প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ৫ জানুয়ারী বুধবার ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!