আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে এনজিও সংস্থা আলো’র হলরুমে জবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে আন্ত:সম্পর্ক উন্নয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ির মধুপুরস্থ এনজিও সংস্থাটির কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলো সোসাইটির প্রজেক্ট অফিসার ক্লিন্টন মালাকার পরিচালনায় কর্মশালায় আলো সোসাইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি। “দি লেপ্রসী মিশন এর টনটু চাকমা লেপ্রসী মিশনের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন।
কৃষি বিষয়ে সহায়তার জন্য নানা দিক তুলে ধরেন খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা। এছাড়াও অনুষ্ঠানে সমাজ সেবা কর্মকর্তা আলক বড়ুয়া, সমবায় কর্মকর্তা আশিস কুমার দাশ, ডা.জীবক চাকমা,পার্বত্য চট্টগ্রাম কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্প ও দি লেপ্রসী মিশন এর প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা, জবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি নিপালী ত্রিপুরা এতে উপস্থিত ছিলেন।
কর্মশালায় সরকারী কর্মকর্তাদের নিয়ে কুষ্ঠ বিষয়ক অবহিতকরণ, আন্তঃসম্পর্ক উন্নয়ন ও সহায়তাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে সরকারি সহায়তা প্রাপ্তিতে স্থানীয় উপকারভোগীরা সহায়তা কামনা করেন। কর্মকর্তারা আলো সোসাইটির কার্যক্রম সম্পর্কে ধারনা ও সামগ্রীক বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সুযোগ সুবিধাগুলো কিভাবে পাওয়া যাবে সেই বিষয়ও তুলে ধরেন।