শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

মাটিরাঙ্গা প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হেলমেট পরিধান না করে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় ৪ হাজার ১শত ৭০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ৪ ডিসেম্বর সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত মাটিরাঙ্গা পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্বর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) হেদায়েত উল্ল্যাহ।

এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ এবং ৬৬ ধারায় হেলমেট বিহীন মোটর সাইকেল চালানো এবং অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ১৫টি মামলায় ১৫জন কে বিভিন্ন অংকে এসব জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) হেদায়েত উল্ল্যাহ সবার আগে নিজের নিরাপত্তা মন্তব্য করে বলেন, হেলমেট বিহীন কেহই মোটর সাইকেল নিয়ে বের হবেন না। জনস্বার্থে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!