নুরুল আলম:: দীর্ঘ প্রায় দেড় বছর করোনা মহামারির পর ১২ আগস্ট শিক্ষা প্রতিষ্টান খোলা হয়। এরই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর ২০২১ইং গুইমারা সরকারি কলেজের এইচ এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্টান অনুষ্ঠিত হয়।
গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মেমং মারমা, জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, ২নং হাফছড়ি ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক, অভিভাবক, কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।
এ সময় উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য ও বিদায় শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে অনুষ্টানের কার্যক্রম শুরু করা হয়া
প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরি অপু তার ব্যক্তবে বলেন, আজকের শিক্ষার্থী আগামি দিনের ভবিষৎ। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা শিক্ষার সর্বোচ্ছ সিড়ি পেড়িয়ে সফলতাকে অর্জন করে নিজেকে অত্মনিয়োগ কর দেশের উন্নয়নের কাজে। তোমরাই দেশকে নিয়ে যেতে পারবে একটি উন্নতশীল ও সফলতার শিষ্যে। শিক্ষা জীবনের একটি বড় ধাপ তোমরা পাড় হতো চলেছো। সামনে আরো অনেক বাঁধা আসবে। সকল বাধাকে জয় করে তোমাদের এগিয়ে যেতে হবে বলে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করেন।
সর্বশেষ শিক্ষার্থীরা ক্লাস পার্টি এবং সাস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় অনুষ্টানের কার্যক্রম শেষ করে।