নুরুল আলম:: ধর্মীয়, সাংস্কৃতিক ও কৃতি খেলোয়াড়ের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে পানছড়ি ৩ বিজিবি লোগাং জোন।
সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় জোন সদর দপ্তরে এ অনুদান প্রদান করেন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল বায়েত আলম। পানছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, সাধনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রয়াত বীরানন্দ মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান সম্পাদন, অর্নিবান সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠির কার্যক্রম পরিচালনা ও কৃতি ফুটবল কোচ ক্যপ্রুচাই মারমাকে বাফুফের অধীনে সি লাইসেন্স অর্জনের জন্য এ অনুদান প্রদান করা হয়।
এ সময় তিনি বলেন, এলাকার সকল সম্প্রদায়ের অসহায়দের পাশে থেকে আমরা সব সময় সহায়তা প্রদান করে থাকি যা অব্যাহত থাকবে। জানা যায়, এরি মাঝে নানান সামাজিক কর্মকান্ডে পানছড়িবাসীর মনের কঠোরে ঠাই করে নিয়েছে ৩ বিজিবি। যার মাঝে সেলাই মেশিন, ভ্যান গাড়ী, ঢেউটিন, বই,ক্রীড়া সামগ্রী, কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের সামনে যাত্রী চাউনি নির্মান ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ছিল উল্লেখযোগ্য।