নুরুল আলম:: গুইমারা বাজারের আশা ইলেকট্রনিক্স নামক এক দোকানে রাতের অন্ধকারে চুরি করতে এসে বাজার চৌকিদার ও পুলিশদের হাতে চুরি করা মালামাল সহ হাতে নাতে ধরা পড়েছে এক উপজাতীয় যুবক উগ্যজাই মারমা(২৮)। এই ঘটনায় গুইমারা থানায় একটি মামলা হয়েছে।
গুইমারা বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ি অজয়পাল জানান, তার দোকানে চুরি করতে এসে উগ্যজাই মারমা পুলিশ ও চৌকিদারের হাতে ধরা পরে। সে রাত ১০ টা থেকে দোকানের পিছনের লোহার দরজা কেটে দোকানে ডুকার চেষ্টা করে। পুলিশ ও চৌকিদার টের পেয়ে রাত সারে তিনটার দিকে তাকে আটক করে। তিনি আরো জানান, এই ঘটনার পূর্বেই আমার দোকানের পিছনের দরজা ভেক্সেগ প্রায় দুই লক্ষ টাকার মোবাইল, ঘড়িসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। গতকাল রাতেও চুরি করার মতলব নিয়ে আসে কিন্তু পুলিশ ও চৌকিদারের হাতে ধরা পরে যায়।
গুইমারা থানার এস আই আল-আমিন এর কাছে জানতে চাইলে তিনি জানান, উগ্যজাই মারমা একজন পেশাগত চোর। সে গুইমারা বাজারের বেশ কয়েকটি দোকানে চুরি করে মালামাল নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এ নিয়ে গুইমারা থানায় অজয়পাল বাদী হয়ে একটি মামলা করে। ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা হয়েছে। যার মামলা নং-০২, তারিখ: ২৯-১১-২০২১ইং।