নিজস্ব প্রতিবেদক:: রামগড়ের প্রবীন ব্যক্তিত্ব মংক্যচিং চৌধুরী (৭১) শনিবার দুপুর ১.৪৫ মিনিটে রামগড় উপজেলা সদরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি চার পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা মি. চিংহ্লামং চৌধুরীর পিতা।
তাঁর মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক ও খাগড়াছড়ি পৌর সভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বপ্রদীপ ত্রিপুরা, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সা: সম্পাদক জুয়েল চাকমা এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক সৈকত দেওয়ান পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।
প্রয়াতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টা নাগাদ রামগড় শহরের মাস্টার পাড়াস্থ পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।