নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে শীতের কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ‘জাগো সংগঠন’। শীতের তীব্রতা বৃদ্ধির শুরুতেই এমন কর্মসূচী চলমান রাখার দাবী জানিয়ে এমন উদ্যোগের প্রশংসা জানিয়েছে অসহায় মানুষ।
শনিবার সকালে খাগড়াছড়ি গেইট সংলগ্ন এলাকায় জেলা প্রশাসকের সহযোগিতায় সংগঠনটি অসহায়,দুঃস্থ, মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী, রিক্সা চালক শীতার্ত ৫০ জনের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করে।
এতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,খাগড়াছড়ি প্রেসক্লাব’র সাবেক সা: সম্পাদক আবু দাউদসহ জাগো সংগঠনের সভাপতি নয়ন বড়ুয়া ও সহ-সভাপতি রনি দে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন।
এছাড়াও জাগো সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জোবায়ের,উত্তম দেসহ সদস্য বৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ এতে অংশ নেন।