শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

সরগরম নৌকার মাঠ

আল-মামুন,খাগড়াছড়ি:: তৃতীয় ধাপে অনুষ্ঠিত্য ২৮ নভেম্বর ২০২১ মহালছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচারণায় নৌকার সমর্থন উ]সবে সরগরম নির্বাচনী মাঠ। এরই মধ্যে পোষ্টারে পাশাপাশি মাইকিং,উঠান বৈঠক ও প্রার্থীরা ছুটছেন ভোটারদের মন জয়ে এলাকায় এলাকায়। পছন্দের প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন নেতাকর্মী ও কর্মী সমর্থকরা।

একই সাথে নির্বাচনী আমেজ-উৎসবের মাঝখানে ভোটাররা তাদের সুখ-দু:খের গল্পটা আবেক আর ভালোবাসায় প্রকাশ করছে প্রার্থীদের কাছে। তবে বিগত দিনের ধারাবাহিক উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করার বিষয়ে বেশ সাড়া ফেলেছে মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী রতন শীল। ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে কষ্টের ভাগিদার হতে চেয়ারম্যান পদে আবারো ভোট চান তিনি।

স্বতন্ত্র প্রার্থী থাকলেও সব-সময় পাশে পাওয়া জননন্দিত চেয়ারম্যান রতন কুমার শীল এবারও ব্যাপক ভোটে জয়ের মালা পড়তে যাচ্ছে অভিমত প্রকাশ করেন ভোটাররা। অন্যদিকে মহালছড়ি উপজেলার মাইসছড়ি স্বতন্ত্র প্রার্থীর বিপরীতে নৌকার দলীয় প্রার্থী মো: গিয়াস উদ্দিন (লিডার) নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

তিনিও নিজেকে ভোটারদের নিরপেক্ষ ভোটে জয়যুক্ত করলে এলাকার সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ডে আত্ম নিয়োগ করবেন বলে জানান। তাই এই জয় নিজের নয় এলাকাবাসী ও ভোটারদের জন্য কিছু করার কথা জানিয়ে অবাধ সুষ্ঠ নির্বাচনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। তাই সাধারণ ভোটারদের উৎসব মুখোর আমেজে ভোট দানের মধ্য দিয়ে প্রার্থী বাছাইয়ের অনুরোধ জানান।

মুবাইছড়ি ইউপিতে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে কংজরী মারমার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বাপ্পি খীসা লড়ছেন, ক্যায়াংঘাট ইউপিতে নৌকা প্রতিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বে-সরকারি ভাবে চেয়ারম্যান নৌকার প্রার্থী রুপেন্দ্র দেওয়ান জয়লাভ করেছেন। কর্মীসভা,উঠান বৈঠকসহ লক্ষ অর্জনে স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে নেমেছেন কোমর বেঁধে। তাই প্রতীক পাওয়ার পর থেকে বসে নেয় কেউ। স্ব-স্ব ইউপিতে চেয়ারম্যানরা নিজেদে যোগ্য প্রমাণে কাজ করে যাচ্ছেন।

মহালছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ির চার ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, এর মধ্যে চেয়ারম্যান পদে ক্যায়াংঘাট ইউনিয়নে বিনা প্রতিদ্ব›দ্বীতায় চেয়ারম্যান পদে রুপেন্দ্র দেওয়ানসহ চার ইউপিতে সাধারন সদস্য পদে ১৯ সংরক্ষিত পদে ৬ সদস্য বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ৩৬টি ভোট কেন্দ্রের মোট ১০৩টি বুথে ৩৪ হাজার ২৯৫ জন ভোটার তাদের যোগ্য প্রার্থী বাছাইয়ে ভোট দিবেন। এতে পুরুষ ভোটার ১৭ হাজার ৫৩৩জন ও নারী ভোটার সংখ্য ১৬ হাজার ৭৬২জন বলে সূত্র জানায়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!