নুরুল আলম:: প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলের জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান। দীর্ঘ সময় ধরে পাহাড়ি বাঙ্গালী চোক্ষু সমস্যার কারণে কষ্ট ভোগ করছিল। চোক্ষু সমস্যার সমাধানের জন্য গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ উদ্দ্যোগে বিনা মূল্যে চিকিৎসা দিয়েছে। এতে প্রায় ৩ শতাধিক লোক চোখের চিকিৎসা এবং মেডিসিন বিশেষজ্ঞ টিমের চিকিৎসাসেবায় উপকৃত হয়েছে।
১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার সকালে গুইমারা সরকারি কলেজ মাঠে, ২৪ আর্টিলারি ব্রিগেড রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক মো: জামাল উদ্দিন এর সহযোগিতায় অসহায় চোক্ষু রোগিদের মাঝে চিকিৎসা সেবার উদ্যোগ নিয়েছে। গুইমারা কলেজে আশা রোগিদের চিকিৎসা সেবা দিচ্ছেন ডা. আকিুর রহমান মেডিকেল কো-অডিনেটর বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল। এসময় চিকিৎসা সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন মোসাজাই মারমা (৬৭) ও কোয়াইয়ারাই ত্রিপুরা (৭৫), মো: জামাল আহমেদ (৩৯), আব্দুল কাদের (৮০)সহ ৩ শতাধিক পাহাড়ি বাঙ্গালি রোগিদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
গুইমারা রিজিয়নের অধিনে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার ফলে গুইমারা উপজেলার সাধারণ মানুষের কাছে গুইমারা রিজিয়ন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে এবং পারস্পারিক সম্পর্ক উন্নতি সাধিত হবে।
অসহায় ব্যক্তিদের বিনা মূল্যে চোক্ষু চিকিৎসাসেবা দিয়ে বিকাল ৫ টায় শীত বস্ত্র বিতরণ ও বৃত্তি প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।