নুরুল আলম:: ১৪ নভেম্বর রবিবার বিকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত রেদাক মারমা কে সার্বক্ষণিক পাশে থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে বিজয়ের রুপরেক্ষা তৈরি করে সফলতার মুখ দেখানোর জন্য গুইমারা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য প্রিয় লিডার মেমং মারমা-কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে রেদাক মারমা।
গুইমারা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লবশীল কে সিন্দুকছড়ি ইউনিয়ন শাখার আওয়ামী যুবলীগের সকল কর্মীদের নির্বাচনী প্রচারণায় উপস্থিতি থাকার লক্ষ্য নির্দেশনা প্রদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আরোও ধন্যবাদ জানায়, সিন্দুকছড়ি ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমকে। যিনি নির্বাচনী প্রচারণায় সার্বক্ষণিক স্বশরীরে পাশে থেকে উৎসাহ প্রদানের করেছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।