শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নিজস্ব প্রতিবেদক:: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশেরমত পার্বত্য জেরা বান্দরবানেরও চলছে অনির্দিষ্ঠকালের পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বাস-ট্রাকসহ সকল পন্যবাহী পরিবহন চলাচল।

৫ নভেম্বর শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ছোট ছোট যানবাহনে বেশি ভাড়া দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে অনেকেই।

তেলের দাম বৃদ্ধির এই ধর্মঘটের কারণে সকাল থেকে বান্দরবান থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও ঢাকার পথে কোন যানবাহন ছেড়ে যায়নি। দূরপাল্লার কোন বাসও জেলা শহরে প্রবেশ করেনি।

প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা করে বৃদ্ধির পর পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো আজ থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয় আর এতে মহাসড়কের পাশাপাশি জেলার অভ্যান্তরীণ সড়কগুলোতেও সকল ধরণের বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!