নিজেস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:: পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে।
আজ বুধবার ৩রা নভেম্বর সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুুমায়ুন মোরশেদ খাঁন।
জেলহত্যা দিবস উপলক্ষে চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুভাষ চাকমা বলেন,জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ছিল জাতির পিতাকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এ ধরনের বর্বর হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
তিনি আরো বলেন,ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার নেতাকে হত্যা করার মাধ্যমে বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশুন্য করার অপচেষ্টা চালিয়েছিল।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ নিহতদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা,উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি বাবুল আহাম্মেদ,সাধারন সম্পাদক কামরুল ইসলামসহ উপজেলা ও পৌর এলাকার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।