নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নের সিন্দুকছড়ির নৌকার প্রার্থী রেদাক মারমা, হাফছড়ির নৌকার প্রার্থী মংশে চৌধুরী, গুইমারা সদরের নৌকার প্রার্থী নির্মল নারায়ন ত্রিপুরা প্রচারণায় নেমেছে দলীয় সমর্থকদের নিয়ে।
সিন্দুকছড়িতে স্বতন্ত্র প্রার্থী সুদুঅং মারমা আনারস, স্বতন্ত্র প্রার্থী আনু মারমা চশমা, হাফছড়িতে স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী মোটরসাইকেল, স্বতন্ত্র প্রার্থী সাচিঅং মারমা আনারস ও গুইমারা সদরে স্বতন্ত্র প্রাথী কংজুরী মারমা ও মো: মাগফার হাতপাখায় তাদের সমর্থকদের নিয়ে প্রচারণায় মাঠে নেমেছে।
সিন্দুকছড়িতে প্রচারণায় এগিয়ে আছে বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী রেদাক মারমা। অন্যদিকে হাফছড়ি নৌকার সাথে ত্রিমুখি লড়াই হবে বলে ভোটারদের ধারণা। আবার গুইমারা সদর ইউপি নিবার্চনে নৌকার প্রার্থী নির্মল নারায়ন ত্রিপুরার সাথে সতন্ত্র প্রার্থী কংজরি মারমা আনারসের সাথে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে মনে করেন স্থানীয় ভোটাররা।
উল্লেখ্য, ১১নভেম্বর ২০২১ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে তিন ইউপির চেয়ারম্যান পদপ্রার্থীদেরকে বিজয়ী করতে ভোটারের ধারে ধারে যাচ্ছে নেতা কর্মী ও সমর্থকেরা। ভোটারদের মতে নৌকার বিজয় সুনিশ্চিত।
অপরদিকে গুইমারা উপজেলার তিন ইউপির সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আইয়ুব আলী ও সাচিংঅং মারমা, কংজরি মারমা ও আনু মারমার সমর্থকের বলছেন, সুষ্ঠ নিবার্চন হলে স্বতন্ত্র প্রার্থীর বিজয় সুনিশ্চিত।