শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

সিন্দুকছড়ি ইউপি নির্বাচনের প্রচারণার কার্যক্রম

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুড়া পাড়া ও ২নং ওয়ার্ডের মুসলিম অধ্যূষিত এলাকা নাক্রাই পাড়ায় নৌকার প্রচারণায় নেমেছে দলীয় সমর্থকদের নিয়ে।

সিন্দুকছড়ি মুড়া পাড়া, মুসলিম অধ্যূষিত ও নাক্রাই পাড়ায় প্রচারণায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা। বিশেষ অতিথি ঝর্ণা ত্রিপুরাকে সিন্দুকছড়ি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের পক্ষ থেকে আন্তুরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে নৌকার সমর্থকরা।

প্রচারণার ৪র্থ দিনে সিন্দুকছড়ি ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ আরো অনেকে।

উল্লেখ্য, ১১নভেম্বর ২০২১ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী রেদাক মারমা কে বিজয়ী করতে ভোটারের ধারে ধারে যাচ্ছে নেতা কর্মী ও সমর্থকেরা। ভোটারদের মতে নৌকার বিজয় সুনিশ্চিত।

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী সুদুঅং মারমা আনারস, স্বতন্ত্র প্রার্থী আনু মারমা চশমা প্রচারণা তেমন চোখে পড়ছেনা এবং আনু মারমার সাথে এই প্রতিনিধির এক স্বাক্ষাতকারে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে এলাকার জনগণের কাছে ভোট চাচ্ছি। আরো বলেন, আমি আর্থিক ভাবে সাভলম্বি নই। পোস্টার দিয়ে প্রচারণা করার মতো কোনো সামর্থ্য ও নেই। জনসাধারণের কাছে আমাকে যোগ্যপ্রার্থী মনে হলে আমাকে জয়যুক্ত করে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ দিবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!