আল-মামুন,খাগড়াছড়ি:: পাহাড়ে শতভাগ বিশুদ্ধ পানির প্রকল্পে সব ধরনের সংকট দুর হবে মন্তব্য করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, পানির যথাযথ ব্যবহার ও অপচয় রোধে সকলকে সচেতন হতে হবে। এছাড়াও পরিষদের পক্ষ থেকে চলমান কার্যক্রম পাহাড়ের মানুষের কষ্ট লাগব হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশের মত পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়িও এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন এ সময়।
রবিবার খাগড়াছড়ি জেলা পরিষদ হলরুমে জাতীয় স্যানিটেশন মাস ও জাতীয় হাত ধোয়া দিবসের আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নেওয়া নানা উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে চলমান কাজের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উন্নয়ন কাজে প্রদর্শিত ভিডিও প্রত্যক্ষ করে আগতরা।
পরিষদের মুখ্য নির্বাহী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞার সভাপতিত্বে জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: নুপুর কান্তির দাশ,খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান। এতে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে “নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি,সুস্থ-সবল দেশ’ শ্লোগানে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্ত¡রে বিনামূল্যে সাবান ও মাস্ক বিতরণ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি জনস্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও অনুষ্ঠানের মধ্যাংশে অতিথির মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান।