নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারায় আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রবিবার ৩১ অক্টোবর ২০২১ সকাল ১১ টায় এক আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার সভাপত্বি করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মো: মিজানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার আলমগীর হোসেন, উপজেলা মৎস্য অফিসার সুদৃষ্টি চাকমা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার হাসিনা বেগম, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, গুইমারা দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন, গুইমারা সিন্দুকছড়ি জোন কমান্ডারের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা-র্কমচারী, জনপ্রতিনিধিরা এতে অংশ নেয়।
আইন শৃঙ্খলার কমিটির সভাপতি তার বক্তব্যে বলেন, আগামী ১১ নভেম্বর গুইমারা উপজেলার ৩টি ইউনিয়ন গুইমারা সদর, হাফছড়ি, সিন্দুকছড়ির দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নির্বাচনে কোনো কারচুপি ও পক্ষ পাতিত্য আচারণ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ড সকলের সহায়তা করার আহবান জানানো হয়।