শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

তিনট্যহরীতে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনট্যহরীতে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে কিছু উশৃঙ্খল লোকজন নিয়ে থুইহলাপ্রু দেওয়ান জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করে।

তিনট্যহরী ইউনিয়নের মধ্য পাড়া এলাকায় ৪নং ইউনিয়নের বাসিন্দা অংগ্য দেওয়ানের ছেলে থুইহলাপ্রু দেওয়ান ১৫-২০ জন যুবক ও মহিলা পুরুষ নিয়ে ৩০ অক্টোবর ২০২১ বেলা ২ ঘটিকার সময় যোরপূর্বক র্পাশ্ববর্তী জমির মালিককে না জানিয়ে কিছু উশৃঙ্খল ছেলে পেলে নিয়ে জমি দখলের উদ্দেশ্যে একটি পিলার স্থাপন করেছে বলে জানা গেছে। যা জায়গাটি নিয়ে র্পাশ্ববর্তী জমির মালিক সিদ্দিক আহম্মদের ছেলেদের সাথে দির্ঘদিনের বিরোধ চলছিল অংগ্য দেওয়ান গংদের সাথে।

এই নিয়ে সীমানা পরিচিহ্ন মামলা ও পরে উশ্চেদ মামলায় পার্শ্ববর্তী জমির মালিকগণের পক্ষে রায় ঘোষিত হয়েছে যাহা সরকারি আমিন কানুন ধারা পূনরায় সীমানা পরিচিহ্নর মাধ্যমে জায়গা বুঝিয়ে দেওয়ার নিদের্শ থাকলেও তা অমান্য করে আজ শনিবার থুইহলাপ্রু দেওয়ান লোকজন নিয়ে আফসার নামে এক লোককে জায়গা মাপার জন্য নিয়ে আসলে জমির মালিক এর সাথে বাক বিতান্ড হয় এক পর্যায়ে থুইহলাপ্রু দেওয়ানসহ তার সাথে থাকা লোকজন হুমকি ধুমকি দেয়।

ইতিমধ্যে অংগ্য দেওয়ানের ছেলে থুইহলাপ্রু দেওয়ান এর সাথে একাধিকবার কথা হয় যা সরকারি আমিন কানুন ধারা চাইলাপ্রু দেওয়ানের ওয়ারিশ অংগ্য দেওয়ান সহ অন্যান্য ওয়ারিশদের নামে ৪ একর জায়গা রেকর্ডিও আছে তা মেপে নেওয়ার বিষয়ে কথা হলেও তা সরকারি আমিন কানুন ব্যতি রেখে আফসারকে নিয়ে এসে জমি মাপা নাম করে পিলার স্থাপন করেছে বলে জানা গেছে।

ঘটনার পরপরই অংগ্য দেওয়ানের ছেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের জায়গা আমাদেরকে মেপে দেন, এতে করে ঝামেলা হবে না। কিন্তু বিষয়টি সরকারি আমিন কানুন ধারা মাপার সিদ্ধান্ত সহ অফিসিয়াল কোর্টের আদেশ সম্পর্কে তাকে বুঝানোর চেষ্টা করলে সে বুঝতে নারাজ। ইতিপূর্বে এ বিষয়ে মানিকছড়ি থানা ও মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের নিকট পূর্বের রায় সংক্রান্ত বিষয়ে অবগত করা আছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!