শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

জনসেবা আর সম্প্রীতির স্লোগানে গুইমারা ও মাটিরাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত


নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারায় ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি ‘ এ স্লোগানকে সামনে রেখে ৩০ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন করা হয়। গুইমারা থানার বর্ণিল আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে র‌্যালীতে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, জেলাপরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু মেমং মারমা, কমিউনিটি পুলিশ সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন।

এসময় ওসি মিজানুর রহমান বলেন, প্রত্যন্ত এলাকায় পুলিশের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারাদেশ ব্যাপি কমিউনিটি পুলিশিং ডে পালন হচ্ছে। জনগনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বত্র যাতে শান্তি শৃংখলা বজায় রাখা যায় সে লক্ষে কাজ করছে কমিউনিটি পুলিশ।

অপরদিকে, মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ স্লোগানকে সামনে রেখে মাটিরাঙ্গা থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন করা হয়।

শনিবার (৩০ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা মডেল থানা প্রাঙ্গনে বিভিন্ন শ্রেণি- পেশার লোকজনের অংশগ্রহনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এস আই ইব্রাহিম হোসেন এর সঞ্চালনায়। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী,র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মাটিরাঙ্গা সার্কেল, মোহাম্মদ খোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসার (অঃদ) হেদায়েত উল্লাহ , সাবেক মুক্তিযোদ্ধা জেলা কামন্ডার বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা।

বক্তারা বলেন, জনগনের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দেয়ার লক্ষে কমিউনিটি পুলিশ বিট পুলিশিং সৃষ্টি এতে করে পুলিশ ও জনগণের মাঝে ভ্রান্তিত্ববোধ তৈরি হয়েছে। সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রাদায়িক সহিংসতা প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে। বিট পুলিশিংয়ের সদস্যদের সহযোগিতার মাধ্যমে ইতোমধ্যেই মাটিরাঙ্গা থানা পুলিশ বিভিন্ন ক্লু-লেছ ঘটনার রহস্য উদঘাটন করে অপরাধিদের শাস্তির আওতায় আনতে সক্ষম হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে মাটিরাঙ্গা থানা পুলিশের প্রতিটি সদস্য খুবই আন্তরিকতার সহিত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সীমান্তের চোরা চালান রোধকল্পে কার্যকারী ভূমিকা পালন করছে।

অলোচনা সভায় পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি সদস্য, কমিউনিটি পুলিশের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, সমাজকর্মী সহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!