শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারা ফেয়ার লুক সৌরুমের দুইদিন ব্যপি বাইক মেলা অনুষ্টিত


নুরুল আলম:: গুইমারা ফেয়ার লুক সৌরুমের দুইদিন ব্যপি বাইক মেলা অনুষ্টিত। ফেয়ার লুক কর্তৃক বিশাল মূল্য ছাড়ে গুইমারায় উপজেলা সদর বাজারে দুইদিন ব্যপি বাইক মেলা বসেছে।
উক্ত মেলায় পাওয়া যাচ্ছে, যেকোনো বাইক বুকিং করলে আকর্ষনীয় ছাতা। থ্রিলার ১৬০ আর মোটরসাইকেলের সাথে একটি ৩২ ইন্সি এলইডি টেলিভিশন ফ্রি। এছাড়া থাকছে থ্রিলার ১৬০ আর ডবলডি এবিএস যার দাম ১লক্ষ ৯৯ হাজার ৯ শত ৯০। থ্রিলার সিংগেল ডিস্ক এবিএস যার দাম ১ লক্ষ ৮৯ হাজার ৯ শত ৯০ টাকা, এইচ এফ ডিলাক্স সেল্ফ যার মূল্য ৯২ হাজার ৪ শত ৯০ টাকা মাত্র।
এছাড়াও উক্ত মেলা বিভিন্ন গাড়ি আছে। ঠিকানা খাগড়াছড়ি আদালত সড়ক ফেয়ারলুক খাগড়াছড়ি। ব্যবস্থাপনায় সুদর্শন দত্ত। খাগড়াছড়ি ৮ টি উপজেলায় এ গাড়ি সরবরাহ করা হচ্ছে। গতকাল সুদর্শন দত্ত গুইমারা হিরো বাইক মেলা উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, সেলস্ ম্যান মংক্যাচিং মারমা প্রমূখ।
ফেয়ার লুক সৌরুমের ব্যবস্থাপক বলেন, এই যে আকর্ষনীয় মেলায় যেসব গাড়ি গুলো খাগড়াছড়ি সৌরুমে আমদানি করা হয়েছে সেগুলো আকর্ষনীয় নতুন মডেলের গাড়ি। আপনিও একটি মোটরসাইকেল ক্রয় করে জিতে নিতে পারেন টাটা ইন্ডিগোর এর গাড়ি ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!