নুরুল আলম:: বৈশ্বিক মহামারি পরিস্থিতে কোভিড -১৯ আক্রান্ত রোগীর পরিচর্যা, প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে ৪দিন ব্যাপি সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৬অক্টোবর) সকাল ১১টার দিকে গুইমারা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প সহানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সার্বিক সহযোগিতায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে ৪ দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।
সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও গুইমারা উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কমিটির সভাপতি ঝর্না এিপুরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:খায়রুল আলম, গুইমারা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো:আলমগীর হোসেন, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:বাবলু হোসেন।