আল- মামুন, খাগড়াছড়ি: “ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত এর উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর ২১) সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জশনে জুলুছ শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ঈদগাহে এসে মিলিত হয়।
এতে সাংগঠনটির খাগড়াছড়ির জেলা সাধারণ সম্পাদক এড. আক্তার উদ্দিন মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত এর খাগড়াছড়ি জেলা শাখার উপদেষ্টা আলহাজ¦ মো: জাহেদুল আলম, খাগড়াছড়ি জেলা সভাপতি সাবেক মেয়র মো: রফিকুল আলম, সহ-সভাপতি আবু তাহের আনসারী এতে বক্তব্য রাখেন।
সাবেক মেয়র রফিকুল আলম বলেন, সকল পাপ,অন্যায় অবিচার দুর করতে আজকের এই দিনে পৃথিবী থেকে নবীজির এসেছিলেন। এ সময় তিনি ইসলামের ৫টি মুল ভিত্তির কথা তুলে ধরে বলেন, কোন জায়গায় যদি কোন ব্যাক্তি,জাত,গোষ্ঠি সম্প্রদায়,অসৎ উদ্যোশে যে বা যারা আমাদের ইমানের মুল জায়গায় কোটারাঘাত করা হয় তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী জানান।
এ সময় তিনি দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ উল্লেখ করে এই এদেশে সকল সম্প্রদায় সম্প্রীতিতে বসবাস করবে মন্তব্য করে পৃথিবীতে সব বৈষম্য দুর করতেই নবীজি এ ধরায় আগমন ঘটে বলে তিনি মন্তব্য করেন। এতে মুসলিম ধর্মাবলম্বী হাজারো সুন্নিয়াত প্রেমীদের সমাগমে মুখরিত হয়ে উঠে জশনে জুলুছ। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।