নুরুল আলম:: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১১ সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭ ও সাধারণ সদস্য পদে ৭২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে।
১৭ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেমং মারমার নেতৃত্বে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী গুইমারা ইউনিয়নে নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়নে মংশে চৌধুরী , সিন্দুকছড়ি ইউনিয়নে রেদাক মারমা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন।
১৭ অক্টোবর রবিবার বিকাল ৫ টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে সবশেষ জমা দেওয়া হয় এসব মনোনয়ন জমাদেন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। তফসিল ঘোষণার পর থেকে আজ শেষদিন এ জমাদান প্রক্রিয়া চলে।
গুইমারা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় গুইমারা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন, ও সাধারণ সদস্য পদে ২২ জন, হাফছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন, সিন্দুকছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ মানুষ পদে ২১ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে।