নিজস্ব প্রতিবেদক: আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে চট্টগ্রাম বিভাগের জেলা সমূহের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত মঙ্গলবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় চূড়ান্ত করা হয়।
মনোনয় দাখিল ১৭ অক্টোবর, মনোনয়ন বাছাই ২০ অক্টোবর ২০২১, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর ২০২১ ভোটগ্রহন ১১ নভেম্বর ২০২১। উল্লেখিত সূচি অনুযায়ী স্থানীয় সরকার (্ইউপি) নির্বাচন বিধিমালা ২০১০এর বিধি ১৫ অনুসারে মনোনয়নপত্র গ্রহন বা বাতিল আদেশ বিরুদ্ধে আপিল দায়েরর শেষ তারিখ ২৩ অক্টোবর ২০২১, এবং দায়েরকৃত আপিল ২৫ অক্টোবর ২০২১ নিষ্পত্তি করতে হবে। তাছাড়া প্রার্থিতা প্রত্যাহারের জন্য শেষদিন ২৫ অক্টোবর ২০২১ পরের দিন অর্থাৎ ২৭ অক্টোবর ২০২১ বুধবার প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করতে হবে। মনোনয়ন ও প্রার্থিতা বিষয়ক অন্যান্য কার্যক্রম উল্লেখিত সময়সূচির সাথে সমন্ব করে সম্পন্ন করতে হবে।