নিজস্ব প্রতিবেদক::হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় পার্বণ শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে বর্ডারগার্ড বাংলাদেশ মোতায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্ণেল ফয়জুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদায় ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে দূর্গাপুজায় সুশৃঙ্খলতা বজায় রাখতে সারাদেশে বিজিবি মোতায়ন করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) থেকেই কাজ শুরু করেছে তারা।
মন্দির ও এর আশপাশ টহল দিয়ে অন্যান্য বাহীনির সঙ্গে মাঠে থেকে বিজিবি দায়িত্বপালন করবেন বলে জানান তিনি।
কত প্লাটন বিজিবি মোতায়ন করা হয়েছে প্রশ্নে বিজিবির এই কর্মকর্তা বলেন, চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়ন করা হয়েছে।