নুরুল আলম:: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মানিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া এবং আলােচনা সভা।
১৩ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া এবং আলােচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ।
অতিথি হিসেবে ছিলেন, থানা পরিদর্শক (তদন্ত) মাে. ইলিয়াস হােসেন, ইউপি চেয়াম্যান মাে. শফিকুর রহমান ফারুক, মাে. শহীদুল ইসলাম মােহন, প্রকল্প কর্মকর্তা মাে. কামাল উদ্দিন, কৃষি ব্যাংক ব্যবস্থাপক দীলিপ কুমার দেওয়ান, যুবলীগ সভাপতি মাে. সামায়উন ফরাজী সামু, যুবলীগ নেতা মাে. আলমগীর হােসেন, মাে. মােস্তফা কামাল, ছাত্রলীগ সভাপতি মাে. জামাল হােসেন, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান থােয়াইঅং মারমা প্রমুখ ।
বিকালে বাজারে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকান্ডে নির্বাপকে সচেতনতা হিসেবে মহড়ার আয়ােজন করেন।