আল-মামুন, খাগড়াছড়ি:: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার মৃত ধন সঞ্জ্য ত্রিপুরার ছেলে বিমল জ্যোতি ত্রিপুরা (৪৬) জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি নোয়াখালীর চাটখিল থানায় পুলিশ কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিমল জ্যোতির্ময় ত্রিপুরা গত শনিবার (৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটি নিয়ে বাড়ি ফেরেন। বাড়ি আসার পর রবিবার তার অতিরিক্ত মাত্রার জ্বর ওঠে।
পরে,পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।