শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড “ভোটের আগেই উৎসবের আমেজ”

আল মামুন, খাগড়াছড়ি:: উৎসব আমেজে খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচনের মনোয়নপত্র দাখিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরে বাস টার্মিনাল কার্যালয়ে নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। উৎসব মুখোর পরিবেশে এ যেন এক ভোটের আগেই নতুন উৎসবের আমেজ।

এতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি সদর উপজেলা সমবায় অফিসার উৎপল চাকমার হাতে সংগৃহিত মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র সংগ্রহকারীরা। এ সময় খাগড়াছড়ি সড়ক পরিবহণের সদ্য সাবেক কমিটির সভাপতি ও বর্তমান নির্বাচনে সভাপতি মধু সুদন দেবনাথ, সদ্য সাবেক সাধারন সম্পাদক মো: ইউনুছ, সভাপতি প্রার্থী মনতোষ ধর, হিসাব রক্ষক মোমিনুল হকসহ সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির ত্রি-বার্ষিক এই নির্বাচনে সভাপতি,সহ-সভাপতি,সাধারন সম্পাদক ও ৬ জন সদস্যসহ ৯ সদস্য নির্বাচিত হবেন। এর বিপরীতে সভাপতি পদে ৩ জন,সহ-সভাপতি পদে ৩ জন,সাধারন সম্পাদক পদে ৩ জন ও সদস্য পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এতে সভাপতি পদে মধু সুদন দেবনাথ,মনতোষ ধর ও মো: শাহ জাহান মিয়া বাবুল “খাগড়াছড়ির সড়ক পরিবহণ চালকদের ভোটে নির্বাচনী নতুন নেতৃত্বের মাঠে লড়বেন। সহ-সভাপতি পদে মীরনুর রহমান,মো: হোসেন,আবু তালেব বাসেক ও সাধারন সম্পাদক পদে মো: আবুল বশর,মো: হোসেন,মোহাম্মদ আলী লড়বেন।

এছাড়াও ৬ সদস্যের পদের বিপরীতে ১৯ প্রার্থী সদস্য পদের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে। তারা হচ্ছেন-মিন্টু কুমার দত্ত,লাতু মিয়া,আব্দুল মান্নান হানিফ,মো: ফরিদ,মো: হুমায়ুন কবির,নুরুল আবছার,মোস্তফা কামাল,বিমল দেবনাথ,জসিম উদ্দিন, আনু মিয়া,গোপাল চন্দ্র নাথ,জাফর আহম্মদ,শাহিন,ইব্রাহীম ভুট্টু,মনছুর আলম,নুর আহম্মেদ, ননী চাই মারমা, সাবেক হোসেন ও আব্দুল মালেক ভোটাভোটির নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতা করবেন।

আগামী ৩০ অক্টোবর ২০২১ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ ও গণনা শেষে “ খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড” আসবে নতুন নেতৃত্ব।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!