নুরুল আলম:: খাগড়াছড়ি জেলাধীন গুইমারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা, ভোক্তা অধিকার সংরক্ষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে মাসিক আইন শৃঙ্খলা ও ভোক্তা অধিকার সংরক্ষণ সেমিনার সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা ও ভোক্তা অধিকার সংরক্ষণ সেমিনার সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার তুষা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। তিনি এসময় পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইক ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মাসিক আইন শৃঙ্খলা ও ভোক্তার অধিকার সংরক্ষণ সেমিনার সভায় অন্যান্যদের মধ্যে গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আয়ুব আলী, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, এলজিইডি গুইমারা উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, গুইমারা সরকারী কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুদৃষ্টি চাকমা, গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।