নুরুল আলম:: গুইমারা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষ্যে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পুষ্পস্তবক অর্পন জন্মদিনের কেক কাটাও র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মেমং মারমা। এতে প্রধান অতিথি ছিলেন, চাইথোয়াই চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য ও হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত সহ সভাপতিগণ আবু তাহের, আয়ুব আলী (সাবেক মেম্বার), শমীরণ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা রুস্তম তালুকদার, গুইমারা সদর আওয়ামীলীগের সভাপতি জনার্ধন সেন, যুবলীগের সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌম প্রমূখ।
সকালে কর্মসূচির শুরুর পর পরই বৃক্ষ রোপন ও কেক কাটার মধ্যে দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের কার্যক্রম শুরু হয়।