শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

উৎসব মুখোর আয়োজনে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন


আল মামুন, খাগড়াছড়ি:: উৎসব মুখোর আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে কোরআন খতম,মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কেটে আলোচনা সভার করে সংগঠনটি।

এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।

আলোচনা সভায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়ন,অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একই সাথে আগামী প্রজন্মের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিতে দক্ষ কারিগর গড়ে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। তাই সকলে নিজ দায়িত্ববোধ থেকে দেশ এগিয়ে নিতে ভুমিকা পালনের আহবান জানান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগ নেতা মংক্যচিং চৌধুরী,এড. আশুতোষ চাকমা, দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েলসহ অঙ্গ-সংগঠনের নেতারা এতে অংশ নেয়।

আলোচনা সভা শেষে খাগড়াছড়ি ঈদগাঁ মাঠে জেলা আওয়ামীলীগের উদ্যোগে ১২টি প্রতিষ্ঠানের ৪শ ৫০ জন দুস্থ,এতিমের মাঝে খাবার তুলে দেন। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!