শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

সিএইচটি ‘ক্লাইমেট রিসিলেন্স প্রজেক্ট’ সিসিআরপি বিষয়ক কর্মশালা গুইমারায়

নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারায় পার্বত্য জেলা পরিষদের উদ্যেগে সিএইচটি ‘ক্লাইমেট রিসিলেন্স প্রজেক্ট’ সিসিআরপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। সোমবার (২৭সেপ্টেম্বর ২০২১ইং) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মেমং মারমা।

সিসিআরপি প্রকল্পের দাতা সংস্থা ড্যানিডা সহযোগিতায় এসআইডি-সিএইচটি ইউএনডিপি সহযোগি অংশীদার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত কর্মশালায় গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ঝর্না এিপুরার সভাপতিত্ব খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সিসিআরপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার পরিচিতা খীসার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদের সিসিআরপি প্রকল্পের জেলা ব্যবস্থাপক সুশান্ত চাকমা।

এছাড়াও হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা উপজেলা ফেসিলিটেটর এস আই ডি সি এইচ টি ইউএনডিপি ফোকাল পার্সন সিনিআরপি অংক্যছেন মারমা বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সিসিআরপি প্রকল্পের মনিটরিং এন্ড রির্পোটিং অফিসার তপন ত্রিপুরা,সিসিআরপি প্রকল্পের গুইমারা উপজেলার কমিউনিটি অর্গানাইজার মো:কোরবান আলী,কমিউনিটি অর্গানাইজার অংচিংমং মারমা, সিন্দুকছড়ি ইউনিয়নের ডেবলছড়ি মৌজার হেডম্যান কংঞো চৌধুরী,সিন্দুকছড়ি ইউনিয়নের সিআরসি’র মহাজন পাড়ার সভাপতি কংঞোরাং মারমা,হাফছড়ি ইউনিয়ন পরিষদের সিআরসি রেম্রাপাড়ার সাধারন সম্পাদক চাইহলা অং মারমা, হাফছড়ি ইউনিয়নের নতুন পাড়ার মহিলা কার্বারী আনাই মারমা এতে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মেমং মরামা বলেন, সম্মিলিত প্রয়াসই পারে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সফল করা সম্ভব। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনে যে আকস্মিকতা, দ্রæততা ও অনিশ্চয়তা কাজ করছে তার জন্য মূলত মানুষের কর্মকান্ডই দায়ী। তাই মানুষকেই এ ঝুঁকি থেকে বাঁচার উদ্যোগ নিতে হবে।

ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।’ এছাড়াও “কৃষি উৎপাদন কমে যাওয়া, ভূমিধস, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অসময়ে বৃষ্টিপাত জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে সহনশীল প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি মানুষের মাঝে সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!