নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনা করে ৯০ হাজার ৬শত পিস ইয়াবার বিশাল চালান নিয়ে দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করছে র্যাব-১৫। শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ময়নারঘোনা রোহিঙ্গা শিবিরে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, ময়নারঘোনা রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ১১ এর বি-৪ ব্লকের মোহাম্মদের ছেলে জামাল হোসেন ও মোহাম্মদ ইলিয়াসের পুত্র আবু আলম।
কক্সবাজার র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে জানান, রোহিঙ্গা মাদক কারবারি জামালের বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ আছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে জামালের বসতঘরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯০ হাজার ৬শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।