আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে মাঠ পরিদর্শন শেষে পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এর মহাপরিচালক কাজী শামস আফরোজ। “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়” পার্বত্য চট্টগ্রামে সফর কালে তিনি বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন তিনি।
শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর আয়োজিত ১নং প্রকল্প গ্রাম কিরণ চাকমার ক্রীক বাদ পরিদর্শণে গিয়ে প্রধান অতিথি মৎস্য মাছ বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় বিভিন্ন প্রজাতির ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত শেষে ৮জন উপকার ভোগীর হাতে মৎস্য মাছের উপকরণ তুলে দেন প্রধান অতিথিসহ আগতরা। এতে প্রধান অতিথি মৎস্য অধিদপ্তর এর মহাপরিচালক কাজী শামস আফরোজ মৎস্য চাষের লক্ষমাত্রা অর্জনে ও চাষীদের বিভিন্ন ধারণ দেন। একই সাথে মৎস্য চাষীদের সুদিন ফিরছে উল্লেখ করে লক্ষ অর্জনে দক্ষতা এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির বিকল্প নেই মন্তব্য করেন।
খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহম্মেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আ: ছাত্তার, অর্থ ও পরিকল্পনা আতাউর রহমান খান,পিডি মো: ইয়াছিন, শায়েলা শারমিন,খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা রির্জাভ মো: মোকলেছুর রহমান, পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পর্দ উন্নয়ন প্রকল্প’র সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা উপস্থিত ছিলেন।