নুরুল আলম: রামগড়ে তথ্য অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধার কন্ঠে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ‘ শীর্ষক কার্যক্রমের আওতায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীদের রণাঙ্গনে মুক্তিযুদ্ধের গল্প শোনান সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান। তিনি তাঁর যুদ্ধকালীন বাস্তব অভিজ্ঞতা গল্পের মাধ্যমে সবার মাঝে উপস্থাপন করেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উন্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার আজিজুর রহমান আনজুম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রামগড়ের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।