তহবীলের মাধ্যমে মানুষের সেবায় হাত বাড়ানো সম্ভব
নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: আহলে সুন্নাত ওয়াল জামা‘আত‘র খাগড়াছড়ি জেলা অফিস উদ্ভোধন করা হয়েছে। শাপলা চত্বরস্থ পৌর ঈদগাহ্ মার্কেটের (২য় তলা) সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার অফিস উদ্ভোধন ঘোষনা করেন খাগড়াছড়ি জেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো: রফিকুল আলম।
তিনি বলেন, সমাজের দায়িত্বশীল ব্যাক্তিগণ যদি এগিয়ে আসে তাহলে খুব শীঘ্রই সংগঠনটি অধিক বিস্তৃতি লাভ করবে সেই সাথে দু:খী মানুষের চিকিৎসা তহবীলের মাধ্যমে সেবার হাত বাড়ানো সম্ভব। শনিবার বিকেলে উদ্ভোধনী অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে তবারুক বিতরন করা হয়।
এ সময় খাগড়াছড়ি জেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সাধারণ সম্পাদক এড.মো:আকতার উদ্দিন মামুন’র সঞ্চালায় এতে বক্তব্য রাখেন,আলহাজ্ব মো: জাহেদুল আলম,মাওলানা মুহাম্মদ আবু তাহের আনসারী,আলহাজ্ব মো:সিরাজুল ইসলাম,মাও.জসিম উদ্দিন,মাও.মো:বেলাল উদ্দিন, মাও.আব্দুল জলিল, মাও.আসলাম উদ্দিন,মো:নাজমুল হোসাইন প্রমূখ।